Wellcome to National Portal

Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

জেলার প্রায় ৩৫৮৫৫০ টি কৃষক পরিবারের কৃষি বিষয়ক চাহিদা ও তার যাবতীয় কৃষি উপকরণের যোগান এবং স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকারের পক্ষে যে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সাতক্ষীরা। ৭ টি উপজেলার কৃষি কার্য্যক্রমের তত্ত্বাবধানকারী,পরিক্ল্পনাকারী ও মূল্যায়নকারী প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সাতক্ষীরা এর জেলা অফিসটি সাতক্ষীরা টার্মিনাল থেকে ১ কিলোমিটার দূরে কাটিয়া টাউনবাজারের পার্শ্বে আবস্থিত।এই জেলার আওতায় ৭টি উপজেলায় ৭ টি কৃষি অফিস ও ২৩৬ টি ব্লক রয়েছে। ব্লক পর্যায়ে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষি সেবা নিশ্চিত করা হয়েছে। যার তত্ত্বাবধানের রয়েছেন উপজেলা কৃষি অফিসার,অতিরিক্ত কৃষি অফিসার,কৃষি সম্প্রসারণ অফিসার ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার।উপজেলা সমূহের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপ-পরিচালক,জেলা প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)ও অতিরিক্ত উপ-পরিচালক(উদ্ভিদ সংরক্ষণ)।